করোনাকালে যখন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তখনই যাত্রা শুরু করে ‘হাউজ অব এনইউবিডিয়ানস’। ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে পড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখো শিক্ষার্থীর পাশে দাঁড়ায় প্ল্যাটফর্মটি। শিক্ষার্থীদের আত্মোন্নয়ন, মানসিক কাঠামো পরিবর্তন ও দক্ষতা বৃদ্ধিসহ নানাদিক নিয়ে কার্যক্রম শুরু করে ‘হাউজ অব এনইউবিডিয়ানস’।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মোট কলেজ ২ হাজার ২৫৭টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মোট শিক্ষার্থী ৩৪ লাখ ২৫ হাজার ৫৩২ জন। এসব শিক্ষার্থীকে একই ছাতার নিচে আনতে ‘হাউজ অফ এনইউবিডিয়ানস’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের স্পোর্টস এজেন্ট, পাওয়ার প্লে কমিউনিকেশন-এর সিইও পলাশ সকাল।
প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকরিসহ যেকোনো সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছে প্লাটফর্মটি। পলাশ সকাল বলেন, চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে অবহেলা করা হয়। অথচ তাদের পড়াশোনা কিংবা জানাশোনার ব্যাপ্তি কারও চেয়ে কম নয়। এসব শিক্ষার্থীরা যেন আশা না হারিয়ে ফেলে, নিজেদের আত্মউন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারে, আমাদের প্ল্যাটফর্মটি সেই উদ্দেশ্য নিয়েই কাজ করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা এই প্লাটফর্মের রয়েছে নিজস্ব রুটিন ও পরিকল্পনা। তাদের শিক্ষাক্রম অনুসারে রয়েছে ক্লাসেরও সুযোগ। যেখানে ক্লাস নিচ্ছেন দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক। প্রতিষ্ঠানটি কাজ করছে পড়ালেখার পাশাপাশি নানান সহশিক্ষা নিয়েও। সাপ্তাহিক কুইজ, টেস্টসহ নানান কার্যক্রমসহ প্রতিষ্ঠানটি কাজ করছে শিক্ষার্থীদের দক্ষতার ওপর প্রশিক্ষণ নিয়েও।
বর্তমানে মাত্র অল্প সময়ের ব্যবধানেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বিশাল একটি পরিবারে রূপ নিচ্ছে এই প্রতিষ্ঠান। নিজেদের ভবিষ্যতে কোন পথে দেখতে চান? জবাবে পলাশ সকাল বলেন, আমরা চাই দেশজুড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন সব ছাত্র যেন নিজেদের গর্বের সঙ্গে পরিচয় দিতে পারে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ক্ষেত্রের তফাৎ আরো কমিয়ে আনা।
এনইউবিডিয়ানস নামকরণ
ঢাবিয়ান, বুয়েটিয়ান কিংবা জবিয়ান—দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিশেষ ট্যাগ ব্যবহার করে নিজেদের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এনমকি অনেক কলেজরও রয়েছে এমন ‘বুলেট পরিচয়’! অথচ বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতদিন এমন পরিচয়হীনতায় ভুগছিল। তাদেরকে বলতে হতো- ‘আমি অমুক কলেজে পড়ি’!
দেশের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয় বেশ ভাবিয়েছে পলাশ হোসেনকে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুৎসই নামে খোঁজে আলাপ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ স্যারের সঙ্গে। তিনিই ‘এনইউবিডিয়ানস’ নামটি দিয়েছেন।
‘হাউজ অব এনইউবিডিয়ানস’ সমৃদ্ধ করবে আপনাকেও
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা এই প্লাটফর্মের মূল কাজই হচ্ছে শিক্ষার্থীদের আত্মোন্নয়ন, মানসিক কাঠামো পরিবর্তন ও দক্ষতা বৃদ্ধি করা। প্রত্যেককেই নিজের শক্তিমত্তায় বিশ্বাস তৈরি ও নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা। বাঁধা-বিপত্তি অতিক্রম করে জীবনে সফল হওয়ার জন্য স্বপ্ন দেখা, স্বপ্ন পূরণে কীভাবে এগোতে হবে, তার দিক নির্দেশনা দেয় এই প্ল্যাটফর্ম।
স্কিল ডেভলপমেন্ট সেশনসমূহ-
* লাইফ স্কিল
* সেল্ফ গ্রুমিং স্কিল
* ভাষাগত দক্ষতা বাড়ানো, বিশেষত ইংরেজিতে দক্ষতা
* প্রফেশনাল সিভি ও রেজুউমি তৈরি
* পাবলিক স্পিকিং স্কিল
* সফট স্কিল
* সৃজনশীল লেখালেখি
* অফিসের আদবকেতা
* অফিসিয়াল চিঠিপত্র লেখা
* বিপণন স্কিল
* ই-মেইল/সিভি রাইটিং
বিশেষ সেশনসমূহ-
* সফল ব্যক্তিদের লড়াই ও সফলতার গল্প উপস্থানপ করা।
* দেশের বাইরে উচ্চশিক্ষার সুযোগ ও করণীয় নিয়ে পরামর্শ দেওয়া।
* সাধারণ জ্ঞান নিয়ে নানা আয়োজন।
* প্রতিমাসেই অনলানে পরীক্ষা নেয়া।
* পত্র-পত্রিকা ও ইতিহাস নিয়ে নানা সেশন।
* কর্মক্ষেত্রের জন্য প্রস্তুতি ও সফল হওয়ার জন্য বিশেষ আয়োজন।
দেশজুড়ে আমাদের ক্যাম্পেইন ও আয়োজন-
* দেশজুড়ে ক্যারিয়ার মিটআপ।
* দেশজুড়ে বিভাগ ও জেলা ভিত্তিক অনলাইন/অফলাইন জব ফেয়ার।
* দেশজুড়ে বিভাগ ও জেলা ভিত্তিক অনলাইন/অফলাইন ক্যারিয়ার কাউন্সেলিং সেশন।
* স্বশরীরে ইন্টারভিউ’র প্রস্তুতি গ্রহণের জন্য মক ইন্টারভিউ।
* লিখিত ইন্টারভিউ’র প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষ কর্মশালা।