‘হ্যালো বাংলাদেশ ফটোগ্রাফি কনটেস্ট’- এর সেরা দশ ছবি

‘হ্যালো বাংলাদেশ ফটোগ্রাফি কনটেস্ট’- এর সেরা দশ ছবি
শেয়ার করুন

প্রকৃতি আর মানুষের প্রেমটি চিরন্তন, তাদের মধ্যে রসায়নও বহুলচর্চিত। প্রকৃতি নিজেই দারুণ এক শিল্পী; আর সেই প্রকৃতিই যখন মানুষের শিল্পীমনের সংস্পর্শে আসে, তা হয়ে ওঠে অনবদ্য এক কাব্য।

আজ আমরা এমন কিছু ছবি সংগ্রহ নিয়ে হাজির হয়েছি, যেখানে প্রকৃতি ও মানুষের এমনই কিছু কাব্যিক মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরার ফ্রেমে। ছবিগুলোতে উঠে এসেছে অসাধারণ সব প্রাকৃতিক বৈচিত্র্য কিংবা যাপিত জীবনের জাদুকরী সব মুহূর্ত। সাধারণ হয়েও যে ছবিগুলো নিজ গুণে হয়ে উঠেছে অসাধারণ! বলা বাহুল্য, এগুলো হাউজ অব এনইউবিডিয়ানস আয়োজিত ‘হ্যালো বাংলাদেশ ফটোগ্রাফি কনটেস্ট’- এর সেরা দশ ছবি—

দশম

নবম

অষ্টম

সপ্তম

ষষ্ঠ

পঞ্চম

চতুর্থ

তৃতীয়

দ্বিতীয়

প্রথম

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি ‘হ্যালো বাংলাদেশ ফটোগ্রাফি কনটেস্ট’-এর ঘোষণা করে হাউজ অব এনইউবিডিয়ানস। দীর্ঘ ২০দিন প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবনযাত্রা, ল্যান্ডস্কেপ বা কোনো ঘটনার ইতিবাচক চিত্র পাঠিয়েছেন ১ হাজার ২০০ জনেরও বেশি প্রতিযোগী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।